Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পাট দিবস-২০২৪ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ছয়টি পাটকল ও ৩ দিনব্যাপী ‘বহুমুখী পাটপণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধন করেন…


প্রকাশন তারিখ : 2024-03-14

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পাট দিবস-২০২৪ উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ছয়টি পাটকল ও ৩ দিনব্যাপী ‘বহুমুখী পাটপণ্য মেলা-২০২৪’ এর উদ্বোধন করেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।  

নতুন খোলা ছয়টি পাটকল, যেগুলি বিজেএমসি দ্বারা ইজারা দেয়া হয়েছিল কিন্তু এখন ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হচ্ছে সেগুলি হচ্ছে- ১) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কেএফডি জুট মিলস লিমিটেড, ২) নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলস, ৩) সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুট মিলস লিমিটেড, ৪) যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৫) যশোরের রাজঘাটে কার্পেটিং জুট মিলস লিমিটেড এবং ৬) খুলনার খালিশপুরে দৌলতপুর জুট মিলস লি.।

প্রধানমন্ত্রী পাট খাতের উন্নয়নে অসামান্য অবদানের জন্য ১১ ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ৯টি পাট সংশ্লিষ্ট সমিতির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

তিনি পরে পাটপণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

জাতীয় পাট দিবস-২০২৪ –এর প্রতিপাদ্য হচ্ছে - ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’