Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন...


প্রকাশন তারিখ : 2021-09-12

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ বিভাগ কর্তৃক নির্মাণ সমাপ্ত ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দেশের বিভিন্ন স্থানে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে (বিজয় হল, বিদ্যুৎ ভবন) আয়োজিত মূল অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করেন। এই সময় সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলোও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল।

বিদ্যুৎ কেন্দ্র পাঁচটি হচ্ছে :-

১।

মধুমতি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, মোল্লাহাট, বাগেরহাট,

২।

বিবিয়ানা-৩ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, হবিগঞ্জ,

৩।

১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ, কুমারগাঁও, সিলেট,

৪।

মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এবং

৫।

জুলদা ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র (ইউনিট-২), জুলদা, চট্টগ্রাম।

 

বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র মতে, ২০০৯ সালে কাজ শুরুর পর সরকার সফলভাবেই ২০,২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ১১৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে প্রণীত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত ‘১০০’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।