Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd অক্টোবর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার -এর ১১৫তম সভা অনুষ্ঠিত...


প্রকাশন তারিখ : 2018-04-02

প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) –এর ১১৫তম সভা নিকারের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সরকার বাংলা উচ্চারণের সাথে সঙ্গতি রেখে দেশের ৫টি জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নিকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর নগরী Chittagong-এর বানান হবে Chattogram, Comilla-এর বানান হবে Cumilla, Barisal-এর বানান হবে Barishal, Jessore-এর বানান হবে Jashore এবং Bogra-এর বানান হবে Bogura।

নিকার ময়মনসিংহ পৌরসভাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রূপান্তরের একটি প্রস্তাবও অনুমোদন করেছে।