Wellcome to National Portal
প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠান-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন…


প্রকাশন তারিখ : 2024-03-10

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোস্ট গার্ডের (বিসিজি) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং কোস্ট গার্ড দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজধানীর শের-ই-বাংলা নগরের আগারগাঁও -এ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের নবনির্মিত ০৬টি ভৌত অবকাঠামো (বিসিজি স্টেশন কুতুবদিয়া, মহেশখালী, মিরসরাই, সন্দ্বীপ, নিদ্রাসকিনা ও বিসিজি আউটপোস্ট শাহপরী) এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সহায়তায় পরিচালিত বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরসহ ০৩টি জোন, ০৬টি জাহাজ এবং ০৭টি স্টেশনে নব সংযোজিত VSATNET System ভার্চুয়ালি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক ১০জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ১০জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ১০জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক ১০জনসহ মোট ৪০জনকে প্রদান করেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য : ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোস্ট গার্ড’